Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের ভাতাভোগী নির্বাচনের আবেদন চলছে ।
বিস্তারিত

                                                                                                                                                                                                                                                                                                   

কর্মসূচিটির সংক্ষিপ্ত বিবরণ

            
            

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় (দুইটি) সন্তানের জন্য ভাতা পেয়ে থাকেন। এই কর্মসূচিতে গর্ভবতী মা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও তথ্য আপার মাধ্যমে ইউনিয়নে পরিষদে যেয়ে অথবা বাড়িতে বসে সেলফ এনরোলমেন্ট করতে পারেন। কর্মসূচিটিতে প্রতি মাসে নতুন ভাতাভোগী এনরোলমেন্ট করা হয় এবং তার পরবর্তী মাস থেকে ভাতা সুবিধা প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে আবেদনকারীর গর্ভাবস্থার তথ্য যাচাই করা হয়। এই ভাতা প্রদান কর্মসূচিতে বর্তমানে ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পাচ্ছেন।

            

ভাতা প্রদানের পাশাপাশি মা ও শিশুর পুষ্টি, শিশুর মনো-সামাজিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ে নিয়মিত উঠান বৈঠক আয়োজন করা হয়। সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী ২০২৬ সালের মধ্যে ০ থেকে ৪ বছরের মোট শিশুর অর্ধেক অর্থাৎ ৫০% কে এই কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে যার সম্ভাব্য সংখ্যা ৬৫ লক্ষ শিশু।

            
            

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

            
            
  •                 
  • ইউনিয়ন কমিটি কর্তৃক ভাতাভোগীর আবেদন গ্রহণ করে ও বাছাই সাপেক্ষে একটি রেজুলেশন করে ভাতাভোগীর তালিকা ও আবেদনপত্রগুলো প্রতি মাসের ২০ তারিখের মাঝে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে পৌঁছানো হয়।
  •                
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতি মাসের ২৫ তারিখের মাঝে ইউনিয়ন হতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় বিয়োজন করা সাপেক্ষে মা ও শিশু সহায়তা কর্মসূচি MIS এর মাধ্যমে ভাতাভোগীর তালিকা চূড়ান্ত করা হয়।
  •                
  • অতঃপর প্রতি মাসের ২৯ তারিখের মাঝে চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীদের ভাতা প্রদানের জন্য পে-রোল প্রস্তুত করা হয়।
  •                
  • পে-রোল করার পর পরবর্তী মাস থেকে জিটুপি (G2P) পদ্ধতিতে ভাতাভোগীর হিসাব নাম্বারে স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে ৮০০/- টাকা করে ভাতা প্রদান করা হয়।
  •             
            
            

সুবিধা ভোগের সময়কাল

            
            

৩ বছর

            
            

প্রয়োজনীয় অর্থ

            
            

বিনামূল্যে

            
            

ভাতার জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থান

            
            

ইউনিয়ন পরিষদ

            
            

প্রয়োজনীয় কাগজপত্র

            
            
  •                 
  • অবশ্যই বৈধ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  •                
  • উপজেলা হাসপাতাল/ কমিউনিটি ক্লিনিক/ ইউনিয়িন পরিবার পরিকল্পনা/ মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানকারী যেকোন বেসরকারী উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদানকৃত বৈধ এ এন সি (ANC) কার্ড এর ফটোকপি
  •                
  • সদ্য পরীক্ষা করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট এবং ফিল্ম এর ফটোকপি
  •                
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি
  •                
  • নিজ নামে খোলা পছন্দসই মোবাইল ব্যাংক/তফসিলি যে কোন ব্যাংক এর হিসাব নং
  •                
  • উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভকালীন সনদ
  •                
  • নাগরিক সনদ/ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ/ জন্ম নিবন্ধন সনদ
  •             
            
            

সেবা প্রাপ্তির শর্তাবলী

            
            

ক.    প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)

            

খ.    বয়স কমপক্ষে ২০-৩৫ বছর

            

গ.    পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ৮০০০ টাকার বেশি নয় এমন

            

ঘ.    দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন

            

ঙ.    কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে

            

চ.    নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই

            

ছ.  ভাতাভোগী হিসেবে আবেদনের সময় অবাদনকারীকে অবশ্যই ন্যূনতম ২০-২৪ সপ্তাহের গর্ভবতী থাকতে হবে

            

-অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন

            

-প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন

            

-একজন ভাতাভোগী জীবনে একবার ৩ (তিন) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন

            

-কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ৩ (তিন) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে

            

- আবেদন ফর্ম এ আবেদনকারীর নিজ হস্তে করা স্বাক্ষর থাকতে হবে

            
            

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

            
            

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ছবি
প্রকাশের তারিখ
04/04/2023
আর্কাইভ তারিখ
31/01/2024