সভার আলোচ্য সূচীঃ
১। পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ-
সভায় পূর্ববর্তী সভার কার্যবিরণী পাঠ করা হয় কোন সংযোজন বিয়োজন না থাকায় উক্ত কার্যবিবরণী অনুমোদন করা হয়।
আলোচ্য সূচী :-২০১৪-২০১৫ অর্থ বছরে বার্ষিক বাজেট অনুমোদন প্রসংগে।
বর্নিত আলোচ্যসুচীর উপর সভাপতি মহোদয় সভাকে জানান যে গত ২২/০৫/২০১৮ তারিখে অনুষ্ঠিত খোলা পরিকল্পনা বাজেট জনগনের চাহিদার উপর ভিওি করে সংশোধন পরিবর্ধন করে প্রনয়ন করা হইয়াছে । বাজেট অনুমোদনের জন্য সভায় আহববান জানান। অতঃপর বিস্তারিত আলোচনা পর্যালোচনান্তে আগামী ২০১৪/২০১৫ অর্থ বছরের ১,৩৭,৩৭,৭৬৯/= বার্ষিক বাজেট অনুমোদিত ও গৃহীত হয়।
সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানাইয়া সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
|
(মো: আনোয়ার পাভেজ) সভাপতি ও ইউঃপিঃ চেয়ারম্যান 6নং মাইজবাগ ইউনিয়ন পরিষদ উপজেলাঃ ঈশ্বরগঞ্জ , জেলাঃ ময়মনসিংহ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস