বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রাত্যহিক কার্যক্রমের শুরু হয়। সমাবেশের সামনে জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং সমাবেশ তাতে সম্মান প্রদর্শন করে। সমাবেশের শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবা করার শপথ নেয়। সমাবেশ শেষে ক্লাস শুরু হয় স্ব স্ব শ্রেণীকক্ষে। শ্রেণী কার্যক্রম এক শিফটে, রুটিন অনুযায়ী পরিচালিত হয়। বিজ্ঞান বিভাগের ছাত্রদের ব্যবহারিক পাঠদানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণসহ বিদ্যালয়ের রয়েছে একটি ঐতিহ্যবাহী বিজ্ঞানাগার। এছাড়া রয়েছে বিদ্যালয় গ্রন্থাগার।
১৯৭৩ সালে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০১সালে ৪ কক্ষ বিশিষ্ট নতুন পাকাভবন নির্মিত হয় এবং ২০১৬ সালে এটিকে আরো বর্ধিত রূপ নিয়ে ১০ কক্ষবিশিষ্ট দ্বিতল ভবনে রুপান্তরিত করা হয়। সব মিলিয়ে বর্তমানে বিদ্যালয়টিতে অফিস কক্ষসহ সর্বমোট ১৫ টি কক্ষ রয়েছে।
Image | Name | Mobile |
---|
৬৫০
ছাত্র |
ছাত্রী |
মোট |
|
৬ষ্ঠ/ক |
১১৩ |
- |
১১৩ |
৬ষ্ঠ/খ |
- |
১১৫ |
১১৫ |
৭ম |
৬৭ |
৮২ |
১৪৯ |
৮ম |
৬১ |
৬১ |
১২২ |
৯ম |
৭৪ |
||
১০ম |
৭৭ |
||
সর্বমোট- |
৬৫০ জন |
২০১০ ইং সনে এ+ সহ ৯৬% এস.এস.সি-তে পাশ । ০২ জনের জুনিয়র বৃত্তি লাভ ।শীতকালীন এ্যাথলেটিক পুরস্কার লাভ ।
১০০% পাশ সহ বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি ও মান আরও উন্নীত করা ।
৩০০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS