ইউনিয়নসমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মীপ্রতিষ্ঠান। মাইজবাগ ইউনিয়ন এর নীচতলায় পাশেরকক্ষে এই অফিসটি অবস্থিত।
এটি সমাজকল্যান মন্ত্রনালয়ের উপজেলা সমাজ সেবা অফিসের অধীনে প্রতিইউনিয়নে একজন ইউনিয়ন সমাজকর্মী দ্বারা যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।
প্রথম ধাপ সরকারের বরাদ্দ ঘোষণা দুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্যগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রেরমাধ্যমে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমেকতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে। |
|
দ্বিতীয় ধাপ দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুত উপ বরাদ্দের চিঠি পাওয়ার পর মেয়র মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভাআহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটাঅনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকারবয়ষ্ক ভাতা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগনতাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করেনির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন। |
|
তৃতীয় ধাপ তালিকা চুড়ান্তকরণ সম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়।সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ডকমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্তকরা হয়। এরপর, তালিকাটিশহর সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস